মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

শিশুর শ্লীলতাহানির দায়ে যাবজ্জীবন

চট্টগ্রামে এক বছর নয় মাস বয়সী শিশুর শ্লীলতাহানির দায়ে তারেক আজিজ (২৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিন আক্তার বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আনা রাষ্ট্রপক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত সূত্রে জানা গেছে, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মোহাম্মদ আলীর কলোনিতে ২০১২ সালের ১৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শিশুটি খেলতে খেলতে তারেক আজিজের বাসায় ঢুকে পড়ে।

এ সময় তারেক শিশুটির জোরপূর্বক শ্লীলতাহানি করেন। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ জুন আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। অভিযোগপত্রে নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল সোমবার আদালত এ রায় দেন। বর্তমানে আসামি পলাতক আছেন। রায়ে জরিমানার টাকা জেলা কালেক্টরকে ছয় মাসের মধ্যে সংগ্রহ করে ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর