মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মঞ্চায়ন হলো ‘নকশীকাঁথার মাঠ’

মঞ্চায়ন হলো ‘নকশীকাঁথার মাঠ’

‘নকশীকাঁথার মাঠ’ মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো নিরাভরণ থিয়েটারের জন্ম সাঁঝের সাজ কাজ উৎসব। নাট্যকবি জসীমউদ্দীনের রচনা ও আনন জামানের নির্দেশনায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বুনন থিয়েটার মঞ্চায়ন করে এ নাটকটি। প্রসঙ্গত, ১১ অক্টোবর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হয় নিরাভরণ থিয়েটার আয়োজিত এ উৎসব। ওইদিন এর উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পী মমতাজ বেগম।
শেষ হলো যাত্রা উৎসব : তিনটি যাত্রাদলের তিনটি যাত্রাপালা পরিবেশনের মধ্য দিয়ে গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শেষ হলো চার দিনব্যাপী যাত্রা উৎসব। সমাপনী আয়োজনে গতকাল পরিবেশিত হয় গোপালগঞ্জের নাট্য মঞ্জুরী অপেরার ‘চরিত্রহীন’, যশোরের অগ্রগামী নাট্য সংস্থার ‘নিহত গোলাপ,’ ও নারায়ণগঞ্জের আমার দেশ যাত্রা ইউনিটের ‘বাহরাম বাদশাহ’।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর