বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর আমিরাত সফর

সংযুক্ত আরব আমিরাতে বন্ধ শ্রমবাজার খুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আরব আমিরাত সফর করবেন। ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আরব আমিরাত যাবেন। ২৭ অক্টোবর বিকালে তার দেশে ফেরার কথা। প্রধানমন্ত্রী দেশে আসার পরদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে আরব আমিরাত যাবেন। তিনি ৩০ অক্টোবর দেশে ফিরবেন। রাষ্ট্রপতি আরব আমিরাত যাওয়ার পরদিন (২৯ অক্টোব) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দুই দিনের সফরে আরব আমিরাত যাবেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেশে ফিরে আসবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান সরকার সংযুক্ত আরব আমিরাতের বন্ধ শ্রমবাজার ফের চালু করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে আরব আমিরাতে ১০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। আজ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর