বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ডেবিট কার্ড জালিয়াতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডেবিট কার্ড জালিয়াতি মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ (এসভিপি) ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এ ছয় কর্মকর্তা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আইসিসিডি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এস এম অলিউল হাসান, একই শাখার সিনিয়র অফিসার (এসও) এস তানজীম হামিদ, ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এ এইচ এম মঞ্জুর কাদের খান, মোহাম্মদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) জোয়ারদার ইলিয়াস রহমান, একই শাখার এসও শামীম আরা তানিয়া ও প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার (ইও) গৌরাঙ্গ চন্দ্র সরকার। গত ১৫ অক্টোবর এ ছয় কর্মকর্তাকে তলবি নোটিস পাঠায় দুদকের তদন্ত কর্মকর্তা। দুদক জানায়, গত বছরের ২ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুর (ডিএমপি) থানায় মামলা নং-৪ দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়। আর ওই মামলার প্রধান আসামি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মো. সুমন খান। তিনি (আসামি) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর শাখার পাঁচজন গ্রাহকের হিসাব থেকে ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ ৭ হাজার টাকা আÍসাৎ করেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা হলেন- চান কুমার, মো. শেখ ইদ্রিস, ফারুক হোসেন, ইসমাইল হোসেন ও পারুল ঘোষ।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর