শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

৯ বছর পর আজ রাজশাহী আওয়ামী লীগের সম্মেলন

৯ বছর পর আজ রাজশাহী আওয়ামী লীগের সম্মেলন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘ ৯ বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গতকাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, আজ সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন নগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান।

খায়রুজ্জামান লিটন বলেন, '২০০১ সালের পর চারদলীয় জোটের দুঃশাসন, এর পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে সম্মেলন করার পরিবেশ পাওয়া যায়নি। এর পর আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলেও যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের ভয়াবহ তাণ্ডবসহ নানা কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।'

 

 

সর্বশেষ খবর