শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
সংস্কৃতি

শুরু হলো রঙ্গমেলা নাট্যোৎসব

ঢাকের তালে তালে, প্রদীপ প্রজ্বালন করে নীল আকাশে রঙিন ফানুশ উড়িয়ে ট্রেইলার প্রদর্শনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বটতলা আয়োজিত আট দিনব্যাপী রঙ্গমেলা নাট্যোৎসব, ২০১৪। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে গতকাল সন্ধ্যায় 'ছড়াই স্বপ্নের বীজ আকাশতলে' শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, লাকী ইনাম, মামুনুর রশীদ, আমেরিকার অভিনয়শিল্পী কাইউলানি লি প্রমুখ। ৩১ অক্টোবর শেষ হবে এ উৎসব।

শিল্পী সৈয়দ হাসান মাহ্মুদের চিত্রকলা প্রদর্শনী : বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর আয়োজনে শুরু হলো শিল্পী সৈয়দ হাসান মাহ্মুদের 'বিমূর্ত প্রশান্তি' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।

গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ২৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, শিল্পসমালোচক জর্জিও গুইলিয়েলমিনো, বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর।

'ফণা' মঞ্চাস্থ : গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় শব্দাবলী নাট্যদলের নাটক 'ফণা'। শাহমান মৈশান রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা নাসরিন, আবু সালেহ, শহীদুল ইসলাম শিশির, আনোয়ার হোসেন শামীম, হাবিবুর রহমান, জুলকার নাঈম সৌরভ প্রমুখ।

সর্বশেষ খবর