শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
পদ্মা বহুমুখী সেতু

চীনের ৩২ প্রকৌশলী ঢাকায় মাটি পরীক্ষার কাজ শুরু আজ

পদ্মা বহুমুখী সেতুর (মূল সেতু) মাটি পরীক্ষার কাজ আজ থেকে শুরু হচ্ছে। পাইলিং ডিজাইন ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, মাটি পরীক্ষার ইঞ্জিনিয়ারসহ ৩২ জন উচ্চপর্যায়ের ইঞ্জিনিয়ার বৃহস্পতিবার চীন থেকে ঢাকায় পৌঁছেছেন। তারা আজ থেকে মূল সেতু বরাবর মাটি পরীক্ষার জন্য ১২টি পয়েন্ট নির্ধারণের কাজ করবেন। এসব পয়েন্ট নির্ধারণ করা হলে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে এসব পয়েন্টেই উঠবে পদ্মা বহুমুখী সেতুর পিলার। মাটি পরীক্ষার টেকনিক্যাল পরামর্শক ড. হেমনাথের সঙ্গে আলোচনাসাপেক্ষে এগুলো চূড়ান্ত করা হবে। পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ তথ্য জানান।

 

 

সর্বশেষ খবর