শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

এআইআই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হলো বাংলাদেশ চীনের সঙ্গে সমঝোতা স্মারকে সই

চীনের উদ্যোগে গঠিত হতে যাওয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট (এআইআই) ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করল বাংলাদেশ। গতকাল সকালে চীনের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এআইআই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশসহ মোট ২১টি দেশের প্রতিনিধি চীনের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেন। দেশটির রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে রাজনৈতিক টানাপড়েনের কারণে জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এ ব্যাংকে যোগ দেয়নি। সমঝোতা স্মারকে সই শেষ হওয়ার পর চীনের প্রেসিডেন্ট জিন পিং প্রতিষ্ঠাতা সব দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর