মন্ত্রিসভা থেকে সদ্য অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে সম্মিলিত ইসলামী দল। আজ রবিবার দুপুরে পল্টন থানার বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনের রাস্তায় এই মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘লতিফ সিদ্দিকীর ফাঁসি চাই। ইসলাম হজ সর্ম্পকে তিনি যে মন্তব্য করেছেন এর মধ্য দিয়ে বোঝা যায় তিনি একজন মুরতাদ। ধর্ম সম্পর্কে এ ধরনের মন্তব্য করার অপরাধে তাকে ফাঁসি দিতে হবে।’
এ সময় নেতাকর্মীরা দ্রুত সমাবেশ শেষ করে ব্যানার ফেলে সটকে পড়েন।উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, আমি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের ‘অপচয়’ হয়। এর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় সম্মিলিত ইসলামী দল। গ্রেফতার না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ হরতাল পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৪/মাহবুব