রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আলালসহ যুবদলের ৬ নেতা ৩ দিনের রিমান্ডে

আলালসহ যুবদলের ৬ নেতা ৩ দিনের রিমান্ডে

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ নেতাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আটক বাকি ৫৭ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামন নুর পুলিশের দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ মামলায় মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও যুবদলের সাইদুর রহমান (৪০), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৮), কামরুল ইসলাম (৪৬), আবুল কালাম আজাদ (৫১) ও রুবেল হাওলাদারকে (১৯) ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। অপর আসামি মো. জাহাঙ্গীর (৫৫) অসুস্থ হয়ে পড়ায় তার রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকাল ১০ টায় ৭ জনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই নয়ন মিয়া। এবং বাকি ৫৬ জনকে জেলে আটক রাখার আবেদন করেন।

উল্লেখ্য, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার সকালে মোহাম্মদপুরে মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর