দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি জন্য আগামী ২৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম এস এম আসিকুর রহমান আজ রবিবার এ দিন ধার্য করেন।
রবিবার তার বিরুদ্ধে চাওয়া ১০ দিনের রিমান্ড শুনানি দিন ধার্য ছিল। হরতালের কারণে বদিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় সময়ের আবেদন করেন রাষ্ট্র দুদকের আইনজীবী কবির হোসেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন।এর আগে ১৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ মামলার সুষ্ঠু তদন্তের জন্য বদির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতে রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন। ঢাকা মহানগর হাকিম আতাউল হক রবিবার এ বিষয়ে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে সংসদ সদস্য আবদুর রহমান বদি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৪/মাহবুব