শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

'২০১৭ সালে ব্যবহার করা যাবে উড়াল সড়ক'

অবশেষে নির্মাণ কাজ শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এঙ্প্রেসওয়ে বা উড়াল সড়কের। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ( পিপিপি) প্রকল্পের আওতায় গতকাল রাজধানীর বিমানবন্দর সংলগ্ন রেল লাইনের পাশে উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৭ সালে নগরবাসী এই উড়াল সড়ক ব্যবহারের সুযোগ পাবেন। ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ প্রক্রিয়াধীন। এই উড়াল সড়ক নির্মাণে অর্থের কোনো সমস্যা নেই জানিয়ে তিনি আরও বলেন, এ প্রকল্পে পুরোদমে কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরে তা সম্পন্ন হবে।

সর্বশেষ খবর