শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ডিআরইউতে আয়কর ওরিয়েন্টেশন সম্পন্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও গোল্ডেন বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী আয়করসংক্রান্ত ওরিয়েন্টেশন ও ই-টিআইএন প্রদান কর্মসূচি গতকাল শেষ হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি সহজ করার ও এক মাস সময় বৃদ্ধির দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউর সম্পাদক ইলিয়াস খান, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী। অনুষ্ঠানে গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ২৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের মাধ্যমে আয়কর শিক্ষা সারা দেশে ছড়িয়ে দিয়ে সামাজিক আন্দোলন তৈরির অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।
 

সর্বশেষ খবর