শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কমেছে সবজি, বেড়েছে মাছের দাম

কমেছে সবজি, বেড়েছে মাছের দাম

শীতের আগমনে রাজধানীর নিত্যপণ্যের বাজারে সব ধরনের সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। দামও নাগালের মধ্যে। চাল ও মাছের দাম এখনো চড়া।  গত সাত দিনের ব্যবধানে সব ধরনের মাছের দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। চলতি সপ্তাহে চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। গতকাল রাজধানীর কাফরুল বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। আবদুল মজিদ ভুঁইয়া নামে এক চাল ব্যবসায়ী বলেন, ১৫ দিন ধরে চালের দাম কিছুটা বেশি। সরবরাহ বেড়ে গেলে দাম ফের স্বাভাবিক হয়ে আসবে। গতকাল এ বাজারে প্রতি কেজি নাজিরশাইল ৫২, মিনিকেট ৫০, লতাশাইল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। গতকাল বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি পিস ফুল ও পাতাকপি বিক্রি হয়েছে ২০ টাকায়। এ ছাড়া কুমড়া ৩০, আলু ২২, ঢেঁড়স ৩২, বরবটি ৪০, পেঁপে ২০, শসা ২৫, কচুমুখী ৪৫ টাকায় বিক্রি হয়। বাজার ঘুরে আরও দেখা যায়, মানভেদে মূলা প্রতি কেজি ৩০, চিচিঙ্গা ৩৫, করলা ৪০, পটল ৩৫, গাজর ৫০, পিয়াজ (দেশি) ৩৮, ভারতীয় পিয়াজ ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ৮০ ও ধনেপাতা আড়াইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর