শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'মাদকের ব্যাপারে অবিভাবকদের সতর্ক থাকতে হবে\\\'

\\\'মাদকের ব্যাপারে অবিভাবকদের সতর্ক থাকতে হবে\\\'

সাভারের আমিনবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রী ও জাতীয় ক্রিকেটার আরাফাত সানীকে সংবর্ধনা দিয়েছে আমিনবাজার ইউনিয়ন পরিষদ।

আজ সন্ধ্যায় আমিনবাজার বাসষ্ট্যান্ডে কয়েক'শো ছাত্রছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়। আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম রাজিব আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল পোদ্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ম্যোলা।

এসময় মন্ত্রী তার বক্তবে বলেন আজকের কৃতি ছাত্র ছাত্রীরায় আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র ছাত্রীরা যেনো কখনো মাদক সেবন না করতে পারে সেজন্য সকল অবিভাবকদের সতর্ক থাকতে বলেন।

মন্ত্রী আরো বলেন মাদক সেবন করার কারনে ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে বড়দেশী গ্রামের বালুর মাঠে ছয় মেধাবী ছাত্র খুন হয় যা খুবই দুঃখ জনক। ছাত্র ছাত্রীদের জেএসসি ও জেডিসি পরিক্ষার কথা চিন্তা করে জামায়েত শিবিরকে হরতাল প্রত্যাহারের আহবান জানান মন্ত্রী।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জাতীয় ক্রিকেটার আরাফাত সানী ও কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

সর্বশেষ খবর