বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

খালেদার আপিল শুনানি ফের বৃহস্পতিবার

খালেদার আপিল শুনানি ফের বৃহস্পতিবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা) আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এরপর শুরু হয়েছে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আপিল শুনানি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি শেষ করেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গত সোমবার থেকে শুরু করে তিন কার্যদিবস এ শুনানি করলেন তিনি।

পরে দুই দুর্নীতি মামলায় খালেদার করা আপিল আবেদনের শুনানি শুরু করেন খালেদার অপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বৃহস্পতিবারও এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর