বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে মেজর জলিল চেতনার বাতিঘর\\\'

\\\'আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে মেজর জলিল চেতনার বাতিঘর\\\'

মেজর জলিলের ২৫ তম মৃত্যুবার্ষীকির আলোচনায় নেতৃবৃন্দ বলেছেন, আধিপত্যবাদ ও সাম্রজ্যবাদ বিরোধী সংগ্রামে মেজর জলিল ছিলেন আপোষহীন সংগ্রামী যোদ্ধা। মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর জলিল স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা রক্ষায় আমরন সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় তোষন নীতি ও মুক্তিযুদ্ধ পরবর্তী দেশীয় ও ভারতীয় মিত্রবাহীনির লুন্ঠনের বিরুদ্ধে সোচ্ছার হওয়ায় শেখ মুজিবের রোষানলের শিকার হন। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা দারিদ্র ও মৌলিক অধিকার আদায়ে জাসদ প্রতিষ্ঠা করে ২৩ বছর নেতৃত্ব দিয়েছেন। সেই জাসদ আর্দশহীন হয়ে হাসিনার দুনীর্তি দু:শাসন লুটপাটের পাহারাদারের ভুমিকা পালন করছে।

আজ বিকাল সাড়ে ৩ টায় ফটোজার্নালিষ্ট মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত আধিপত্যবাদী আগ্রাসন- মেজর জলিল ও স্বার্বভৌমত্ব রক্ষায় করনীয়’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া। প্রধান বক্তা মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। বক্তাব্য রাখেন সাংবাদিক সাদেক খান, মক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, ন্যাপভাসানী সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক রহমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন



 

সর্বশেষ খবর