শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'রাবি শিক্ষক হত্যা মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ\\\'

\\\'রাবি শিক্ষক হত্যা মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ\\\'

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। শিগগিরই ইতিবাচক তথ্য পাওয়া যাবে।'

বাংলাদেশ পুলিশ একাডেমীর ৩৪তম বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকার নিরাপত্তা প্রসঙ্গে পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার জানান, 'রাবি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবকিছু করা হবে।'

আইজি বলেন, 'জনমনে এই ধারণা সৃষ্টি করতে হবে- ভীতি নয়; প্রীতির প্রতীক বাংলাদেশ পুলিশ।'

তিনি বলেন, 'মনে রাখতে হবে, প্রতিটি কাজের জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অবকাশ নেই।'

এর আগে হাসান মাহমুদ খন্দকার অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর