রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সোনা চোরাচালানের ঘটনায় তদন্ত কমিটি

সোনা চোরাচালানের ঘটনায় তদন্ত কমিটি

সোনা চোরাচালানের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের জড়িত থাকার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের নেতৃত্বে এক সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাম্প্রতিক ঘটনা এবং এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে এ কমিটি তদন্ত করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৯ নভেম্বর বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর