মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

যত্রতত্র পারাপার: চলছে পথচারীদের জেল-জরিমানা

যত্রতত্র পারাপার: চলছে পথচারীদের জেল-জরিমানা

যত্রতত্র পারাপার বন্ধে রাজধানীতে সচতনতামূলক অভিযান শুরু হয়েছে। আজ সকালে অভিযান শুরু করে রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় অনেক পথচারীকে নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের উদ্যোগে এ অভিযান চলছে।

মঙ্গলবার সকাল নয়টা থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলামোটরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের পরিচালনায় মঙ্গলবার বেলা ১১টা র্পযন্ত কারওয়ানবাজার এলাকায় ৮৫ জনকে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কুদ্দুসের পরিচালনায় বেলা সোয়া ১২টা পর্যন্ত বাংলামোটর এলাকায় ৫৫ জনকে জরিমানা করা হয়।

আর্থিক জরিমানার হার ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ঘোষণা দেয়, সড়কে যত্রতত্র পারাপার ঠেকাতে ২৫ নভেম্বর থেকে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর