বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মিরপুরে ট্রান্সমিটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩

মিরপুরে ট্রান্সমিটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩

রাজধানীর মিরপুরে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৩ কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে মিরপুর-১ নম্বরে ডেসকো কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন- ইলেকটেশিয়ান রকিবুল (২৬), কর্মচারী সাজ্জাদ হোসেন (২০) ও মো. জনি (১৯)।

অগ্নিদগ্ধ সাজ্জাদ হোসেন জানান, ডেসকোর অভ্যন্তরে তারা কয়েকজনে বেশ কয়েকটি ট্রান্সমিটার মেরামত করছিলেন। এ সময় একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে তারা আহত হন। এ সময় সাব-ইঞ্জিনিয়ার আব্দুল খালেকসহ কয়েকজন ছুটে এসে তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে রকিবুল ও জনির অবস্থা আশঙ্কাজনক। রকিবুলের শরীরের ৭৬ শতাংশ, জনির ২৬ শতাংশ এবং সাজ্জাদের ২২ শতাংশ পুড়ে গেছে। 

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর