রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী 'দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪' শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে মেলায় অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য অন্তত ২০টি কোম্পানি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম, আরইউসিসির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরইউসিসির সভাপতি ইমরুল কবীর খান।
চাকরির এই মেলায় অংশ নেয়া কোম্পানিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে দিবেন 'স্পট জব অফার'। আজ শনিবার শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এতে রাবিসহ যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৪/ রশিদা