দেশের বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটিতে গতকাল অগ্নিনির্বাপণ ও প্রতিরোধ মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ যৌথভাবে এ মহড়ার আয়োজন করে। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ফায়ার অ্যান্ড সেফটি ও নিরাপত্তা, বিদ্যুৎ, যান্ত্রিক, সিভিল, কেয়ার অ্যান্ড ক্লিন ডিপার্টমেন্টের কর্মী এবং বিভিন্ন ইউনিটের ফায়ার বিভাগের প্রতিনিধিরা এতে অংশ নেন। মহড়ায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল ৮ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সহযোগিতায় বসুন্ধরা অগ্নিনির্বাপণ ইউনিট স্কাইলিফটসহ অন্যান্য প্রযুক্তির সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ মহড়ার নেতৃত্ব দেন বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর (অব.) মো. আবুল কালাম আজাদ, বীর। তিনি বলেন, এ মহড়ার মাধ্যমে বসুন্ধরা সিটির অগ্নিনির্বাপণ ইউনিটের অগ্নিনির্বাপণ ও প্রতিরোধের সক্ষমতা যাচাই করা হয়েছে। ইউনিটটি সফলভাবে তাদের মহড়া সম্পন্ন করেছে। মহড়ার তত্ত্বাবধানে ছিলেন ফায়ার অ্যান্ড সেফটি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। এ ছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টি আই এম লতিফুল হোসেন, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব) শেখ আবদুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।