শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
শেখ মুজিব ওয়েতে বর্ণাঢ্য অনুষ্ঠান

জিয়াউর রহমান ওয়েতে পালিত হয়নি বিজয় দিবস

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় শেখ মুজিব ওয়েতে উৎসবের আমেজে বিজয় দিবস উদযাপিত হলেও জিয়াউর রহমান ওয়েতে কোনো অনুষ্ঠান হয়নি। এ নিয়ে প্রবাসীদের মধ্যে বিভিন্ন কথা হচ্ছে।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নর্থ ক্লার্ক রাস্তার একটি অংশের নামকরণ করা হয়। এ বছরের ১৪ সেপ্টেম্বর ওই নামফলক উন্মোচনের আগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। মামলাও করা হয়েছে নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে। খবর, এনআরবি নিউজের। শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউর অংশবিশেষের নামকরণ 'শেখ মুজিব ওয়ে' করা হয় ১৯৯৭ সালে। প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে একই বছরের শেষ দিকে 'শেখ মুজিব ওয়ে'র নামফলক উন্মোচন করেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম শিহাবউদ্দিন।

সর্বশেষ খবর