শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু

গণগ্রন্থাগার অধিদফতর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ উদ্যোগে গতকাল থেকে গণগ্রন্থাগার চত্বরে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রথম দিনে প্রদর্শিত হয় জহির রায়হানের প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড'। আগামী ৫ জানুয়ারি শেষ হবে এ উৎসব। গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন চত্বরে আলোর মিছিল, ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ, আগুনের পরশমনি, স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু, গেরিলা, এ স্টেট ইজ বর্ন প্রদর্শীত হবে।

সর্বশেষ খবর