শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
কাইযেন কনভেনশন

গতিশীল করতে হবে সরকারি প্রতিষ্ঠান

কাইযেন অর্থাৎ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে গতিশীল ও এগুলোর কার্যক্রমকে আরও উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ উদ্যোগে গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে কাইযেন কনভেনশন। বিপিএটিসির রেক্টর এ কে এম আওয়াল মজুমদারের সভাপতিত্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জনপ্রশাসন সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাপানের সানজো সিটির সিটি মেয়র ইসাতো কুনিসাদা, জাইকার বাংলাদেশ-প্রধান মিকিও হাতাএদা, ঢাকায় জাপানি দূতাবাসের কাউন্সিলর মিতসুতাকে নুমাহাতা এবং জাপানের যোগাযোগ ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগী পরিচালক সিগেরু ফুকুতমি।

সর্বশেষ খবর