বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অর্ধকোটি টাকার ঠিকাদারি ছাত্রলীগের ভাগাভাগি

বরিশালে স্কুল সম্প্রসারণ ও উন্নয়নের প্রায় অর্ধকোটি টাকার কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদফতরে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে এ ঘটনা ঘটে। এর আগে এই কাজের বিপরীতে বিক্রি হওয়া নয়টি দরপত্র গত সোমবার রাতের মধ্যে গুছিয়ে নেয় ছাত্রলীগের টেন্ডারবাজরা। বরিশাল শিক্ষা-প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, ঝালকাঠী সরকারি হাইস্কুলের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের জন্য গত ৩ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। ৩৮ লাখ ৮৪ হাজার টাকার কাজের জন্য মাত্র নয়টি দরপত্র বিক্রি হয়। গতকাল মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগ নেতা মো. মামুন জানান, টেন্ডারের জন্য কাউকে বাধা দেওয়া হয়নি। নয়টি দরপত্রই তাদের হাতে ছিল। তারা বিএম কলেজ ছাত্রলীগ নেতা মঈন তুষারকে কাজ পাইয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর