রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নৈরাজ্যকর পরিস্থিতির পাবলিসিটি অনুচিত

নৈরাজ্যকর পরিস্থিতির পাবলিসিটি অনুচিত

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল ঝালকাঠি ও বরিশালে বলেছেন, পাবলিসিটি করে নৈরাজ্যকর পরিস্থিতিকে উৎসাহিত করা অনুচিত। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ যদি নৈরাজ্য চায়, তাহলে এ ধরনের (সহিংস) দু-একটা ঘটনার পাবলিসিটি হওয়া উচিত। আর যদি দেশের মানুষ নৈরাজ্যকর পরিস্থিতি না চায়, তবে এ ধরনের ছিটেফোঁটা ঘটনাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। তাতে নৈরাজ্যকর পরিস্থিতি উৎসাহিত হয়। ঝালকাঠি প্রতিনিধি জানান, শিল্পমন্ত্রী গতকাল বিকালে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি এ সময় বলেন, পাকিস্তানে এখনো জুমার নামাজের সময় মসজিদে বোমা নিক্ষেপ করা হয়। এর ভিতর দিয়ে পাকিস্তান একটি অস্থিতিশীল দেশে পরিণত হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর