রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

টেকসই ঢাকা গড়তে সুপারিশ করবেন পরিকল্পনাবিদরা

আগামী প্রজন্মের জন্য টেকসই ঢাকা গড়তে নীতিনির্ধারকদের কাছে সুপারিশ উপস্থাপন করবেন দেশের পরিকল্পনাবিদরা। গতকাল 'আগামী প্রজন্মের ঢাকা : আমাদের করণীয়' শীর্ষক এক প্লেনারি সেশনে এ তথ্য জানান বক্তারা। রাজধানীর বাংলামোটরের প্লানার্স টাওয়ারে এ সেশনের আয়োজন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. গোলাম রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ড. আকতার মাহমুদের সঞ্চালনায় সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. গোলাম মর্তুজা। বক্তব্য দেন সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের (সিডিসি) নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক গোলাম মঈনউদ্দিন প্রমুখ।

আগামী প্রজন্মের ঢাকা গড়তে সুশাসন, গণপরিসর ও উন্মুক্ত স্থান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগরের সক্ষমতা বিষয়ে পরিকল্পনাবিদরা সেশনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, ঢাকায় নাগরিকের সংকটাপূর্ণ রূপ ধারণ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর