রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক

সুলতানা কামাল

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। গত পাঁচ বছরে পাহাড়িদের ওপর অন্তত ১০টি সাম্প্রদায়িক হামলা হয়েছে। এ ছাড়া ২০১৪ সালে কমপক্ষে ১৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত 'রাঙামাটির সহিংসতা ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ব্যারিস্টার সারা হোসেন। সুলতানা কামাল আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশগুলো বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য এলাকায় এখনো শান্তি ফিরে আসেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর