রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অধিকার ফিরে পেলেন রংপুর বারের সদস্যরা

সহযোগী সদস্যদের ভোটাধিকার দিয়ে সমিতির সব সুবিধা প্রদানের আদেশের বিরুদ্ধে রংপুর আইনজীবী সমিতির করা আপিল খারিজ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। একই সঙ্গে আগের আদেশ দ্রুত কার্যকরেরও নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে বঞ্চিত আইনজীবীরা অধিকার ফিরে ফেলেন।

২৮ ডিসেম্বর 'বার কাউন্সিলের আদেশ উপেক্ষিত, রংপুরে অধিকারবঞ্চিত ১৫০ আইনজীবী' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়েছিল। জানা গেছে, রংপুর আইনজীবী সমিতির অন্তর্ভুক্ত ৪৮৭ সদস্যের মধ্যে সহযোগী ১৫০ জন। অন্যরা হলেন সাধারণ সদস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর