রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বেসিক ব্যাংকের দুই কর্মকর্তা চাকরিচ্যুত

ঋণ জালিয়াতি করে অর্থ লোপাট করার দায়ে বেসিক ব্যাংকের দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরা হলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক শিপার আহমেদ ও উপ-ব্যবস্থাপক জাহিদ হাসান। ব্যাংক থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় এদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। অতি সম্প্রতি ব্যাংকের ৩৪৪তম পরিচালনা পর্ষদ সভায় তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। উপ-মহাব্যবস্থাপক শিপার আহমেদ ছিলেন গুলশান শাখার ব্যবস্থাপক। আর ডেপুটি ম্যানেজার জাহিদ হাসান ছিলেন ওই শাখার ঋণ বিভাগের প্রধান। সূত্র জানায়, গুলশান শাখায় কর্মরত আরেক কর্মকর্তা এস এম ওয়ালিউল্লাহসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দেড় হাজার কোটি টাকা লোপাটের প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর