সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
রাবির সমাবর্তনে রাষ্ট্রপতি

আজকের আন্দোলন দেশ গড়ার

আজকের আন্দোলন দেশ গড়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামগ্রিক আর্থ-সামাজিক ক্ষেত্রে যে উত্তরণের সৃষ্টি হয়েছে, তা এগিয়ে নিতে ছাত্র সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ষাটের দশকে যে ছাত্র আন্দোলন ছিল, তা স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধিকার আন্দোলন। আজকের আন্দোলন দেশ গড়ার। গতকাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজন করা সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সম্ভাবনাময় দেশ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের দিলি্লর জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য অধ্যাপক তালাত আহমদ। আরও বক্তব্য দেন রাবি উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

 

 

সর্বশেষ খবর