সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ফের আসছে শৈত্যপ্রবাহ

হালকা বৃষ্টির পর ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েকদিন থেকেই সারা দেশে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। তবে আগামীকাল থেকে আবারও ঢাকাসহ সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস  হ্রাস পেতে পারে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রতি বছর শীতকালে হালকা বৃষ্টিপাত হয়। এটা স্বাভাবিক ঘটনা। এখন থেকে আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। এরপর ২০ জানুয়ারি থেকে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট ও শ্রীমঙ্গল অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে নিচে নামতে পারে।
 

সর্বশেষ খবর