সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
হজ প্যাকেজ-২০১৫

এমআরপি ছাড়াই নিবন্ধনের সুযোগ

চলতি বছর পবিত্র হজ পালনে সাময়িকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়াই নিবন্ধনের সুযোগ থাকছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে ভিসার আগে অবশ্যই এমআরপির প্রয়োজন হবে। গতকাল সচিবালয়ে হজ প্যাকেজ-২০১৫ ঘোষণা ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান এসব তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় (ননব্যালটি) হজে যেতে পারবেন ৯১ হাজার ৭৫৮ জন।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ খাবার খরচসহ তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ-২ এ দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ পড়বে। আর বেসরকারি ব্যবস্থাপনাতেও ন্যূনতম খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার এই টাকার বাইরে কোরবানির জন্য আরও সাড়ে ১০ হাজার টাকা গুনতে হবে। এর আগে গত ৮ ডিসেম্বর হজ প্যাকেজের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। ধর্ম সচিব জানান, এমআরপি বাধ্যতামূলক থাকলেও নিবন্ধনের সময় কারও এমআরপি না থাকলে ওই ঘরে প্রক্রিয়াধীন অপশন নির্বাচন করতে হবে। তবে সৌদিতে চূড়ান্তভাবে নাম পাঠানোর সময় অবশ্যই এমআরপি লাগবে। এমআরপি তৈরির জন্য পাসপোর্ট অফিসে পৃথক বুথ রয়েছে জানিয়ে ধর্ম সচিব আরও বলেন, আরও সহজে এমআরপি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। আর জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ দিয়ে একটি ঘরের তথ্য পূরণ করা যাবে। আগামী ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে বিমান ভাড়াসহ অনলাইন ফি সরকার অনুমোদিত ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন করতে হবে বলে জানান ধর্মমন্ত্রী। নিবন্ধনের সময় সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিতে হবে। হজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে। ব্যক্তিগত খরচের জন্য একজন সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। ধর্মমন্ত্রী চারজনের নিবন্ধন ফি ও পূরণকৃত ফরম নিয়ে হজ নিবন্ধনের উদ্বোধন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ) পবিত্র হজ উদযাপিত হবে।

সর্বশেষ খবর