সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজনীতিবিদ হিসেবে লজ্জা হচ্ছে: এরশাদ

রাজনীতিবিদ হিসেবে লজ্জা হচ্ছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বললেন, রাজনীতিবিদ হিসাবে তার ‘লজ্জা’ হচ্ছে। এই রাজনীতি চাই না। এটা প্রত্যাশার রাজনীতি না। এই দৃশ্য দেশে কান্না আসে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নাশকতায় দগ্ধদের দেখার পর তিনি এসব কথা বলেন।

এরশাদ বিএনপির উদ্দেশ্যে বলেন, আসুন সবাই বসি। সমস্যার সমাধানে আলোচনায় বসি। তিনি বলেন, যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ, আমার ডাকে সাড়া দিলে খুশি হব। ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের স্বার্থে।

বিএনপির এই আন্দোলনের সমালোচনা করে এরশাদ বলেন, তারা যদি জনপ্রিয় দল হতো, তাহলে কর্মসূচি দিয়ে বাসায় বসে থাকত, জনগণই কর্মসূচি সফল করত; সহিংসতা চালাতে হতো না।

বিএনপির নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন চাই না। আগে নির্বাচনের সংস্কৃতি ঠিক করতে হবে।

এসময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এ সময় এরশাদের সঙ্গে ছিলেন।
 

 

বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর