রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

তরুণদের ভবিষ্যৎ নিশ্চিতের মন্ত্র জয় বাংলা : নাহিম রাজ্জাক

তরুণদের ভবিষ্যৎ নিশ্চিতের মন্ত্র জয় বাংলা : নাহিম রাজ্জাক

চট্টগ্রামের ডিসি হিলে গতকাল \'ইয়ং বাংলা\'র \'ডিভিশনাল মিট চিটাগং\' অনুষ্ঠিত হয়

‘ইয়ং বাংলা’র আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, ‘তরুণ সমাজের ভবিষ্যৎ নিশ্চিত করার মন্ত্রই হচ্ছে জয় বাংলা। ’ তিনি গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে ‘ইয়ং বাংলা’র ‘ডিভিশনাল মিট চিটাগং ’-এ বক্তব্যদানকালে একথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীকার আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল জয় বাংলা।  একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঐক্যের প্রতীক ছিল জয় বাংলা।  এখনো বাংলার ১৬ কোটি মানুষের ভবিষ্যৎ গড়ার সেই মূলমন্ত্র জয় বাংলা। এ মন্ত্রকে বাস্তব রূপ দিতে হলে আমাদের দরকার ঐক্য।  নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আশা আকাঙ্খার বাস্তব রূপ দিতেই জয় বাংলার ডাক। ’ নাহিম রাজ্জাক বলেন, ‘দেশে ১৮ থেকে ৩৫ বছরের জনসংখ্যা প্রায় ৪ কোটি। এই ৪ কোটি যুবসমাজকে সম্পৃক্ত করেই কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, মধ্য আয়ের বাংলাদেশ, ২০২১ সালের মধ্যে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ। সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এ যুব সমাজের প্রতিভাকে পরিস্ফূটনে সরকারি এবং বেসরকারি যে উদ্যোগ তার সমন্বয় ঘটাতে হবে।  তারই প্রতিফলন ঘটাতে ইয়াং বাংলা প্ল্যাটফর্মের সৃষ্টি। ’ আয়োজকরা জানান-একাত্তরের কালজয়ী স্লোগান ‘জয় বাংলা’ আবারও নতুন উদ্যমে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে ‘ইয়ং বাংলা’। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জাতীয় পর্যায়ের যুব সংগঠন সিআরআই, জেসিআই, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউনিস্যাবকে সম্পৃক্ত করে ইয়ং বাংলার সৃষ্টি। অনুষ্ঠানে সফল তরুণদের বায়োডাটা ও প্রকল্প জমা নেওয়া হয়।  আগামী ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা উৎসবে ১০টি ক্যাটাগরিতে ৩০ তরুণকে সš§াননা দেওয়া হবে বলে জানানো হয়।  এছাড়া বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচ শতাধিক তরুণ তিন মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর