রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

চালকদের অস্ত্র দেওয়ার সুপারিশ সমাজকল্যাণ মন্ত্রীর

যানবাহনে পেট্রলবোমা বা ককটেল হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশন নিতে চালকদের আত্মরক্ষার্থে লাইসেন্স করা অস্ত্র দিতে সরকারের কাছে সুপারিশ করবেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, নাশকতাকারীদের ওপর পুলিশ ও র্যাব গুলি করতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লাগে। কিন্তু চালকদের লাইসেন্স করা অস্ত্র দিলে আর ম্যাজিস্ট্রেট লাগবে না। তারা তাদের আত্মরক্ষার্থে গুলি চালাতে পারবেন। বিষয়টি তিনি জাতীয় সংসদে তোলার কথাও বলেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নাশকতাকারীদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী চলমান হরতাল-অবরোধে যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে ২০ জনকে ২৫ হাজার টাকা করে ও ৩০ জনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন। একই সঙ্গে তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর