রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না করলে স্থাপনা বন্ধ

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি মালিকদের উদ্দেশে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তর করা না হলে আগামী মার্চের পর একটি কারখানাও চলতে দেওয়া হবে না। রাজধানীর ফার্স হোটেলে গতকাল 'চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি পোশাকের পরবর্তী সম্ভাবনাময় শিল্প, শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে সাভারের চামড়া শিল্প নগরীতে সিইটিপির নির্মাণ কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। শিল্প নগরীতে বরাদ্দ ১৫৫টি ট্যানারির মধ্যে ১৫২টির লে-আউট প্ল্যান জমা পড়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী ট্যানারির মালিকরা প্লট নির্মাণ শুরু করেছেন। তবে আগামী মার্চের মধ্যে যেসব মালিক তাদের শিল্প ইউনিট সাভারে স্থানান্তর করবে না তাদের হাজারীবাগে কোনো স্থাপনা রাখার সুযোগ দেওয়া হবে না। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বুড়িগঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে হাজারীবাগে কোনো ট্যানারি রাখা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর