সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ডিএসইতে দরপতন ২৬১ কোম্পানির

বড় ধরনের দরপতন ঘটেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬১ কোম্পানির শেয়ার দর কমেছে। সূচক হারিয়েছে ৮১ পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে মাত্র ২২৩ কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৫৬ পয়েন্টের বেশি। ডিএসইতে সূচক পতনের প্রবণতায় শেয়ার লেনদেন শুরু হয়। সারাদিন সূচকের তীর ছিল নিম্নমুখী। একপর্যায়ে ডিএসইতে প্রায় সব কোম্পানির শেয়ার দর কমে যায়। দিনশেষে ৩০৭টি কোম্পানির মধ্যে মাত্র ২৭টির বাড়ে। লেনদেনের শীর্ষে ছিল সিএনএ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো, সামিট অ্যালায়েন্স, অলটেক্স, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল ফিডস, গ্রামীণফোন, ওয়েস্টার্ন মেরিন ও সিভিওপিআরএল। সিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৩ কোটি টাকার। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৮২টি ও অপরিবর্তিত ছিল ১৫টির শেয়ার দর।

 

 

সর্বশেষ খবর