শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শেষ পর্যায়ে একুশে গ্রন্থমেলার প্রস্তুতি

শেষ পর্যায়ে একুশে গ্রন্থমেলার প্রস্তুতি

আর তিনদিন পরই শুরু হচ্ছে বাঙালির মননে চেতনায় ঋদ্ধ অমর একুশে গ্রন্থমেলা ২০১৫। মেলাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, লেখক, প্রচ্ছদশিল্পী, প্রেস ও নির্মাণ শ্রমিকরা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে চলে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, প্যাভিলিয়ন বরাদ্দের পর এখন চলছে স্টলের কাঠামোগত উন্নয়ন ও সাজসজ্জার কাজ। আজ অথবা কাল শুক্রবারের মধ্যে স্টল সাজসজ্জার কাজ সম্পন্ন হবে। সরেজমিন গিয়ে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি বাংলা একাডেমির অভ্যন্তরেও চলছে নির্মাণ শ্রমিকদের মাত্রাতিরিক্ত ব্যস্ততা। একাডেমির পুকুরপাড় ঘেঁষে বানানো হচ্ছে লেখকদের জন্য লেখক আড্ডা ঘর। বর্ধমান হাউসের সামনে স্থাপিত হচ্ছে কাচঘেরা মিডিয়া কর্নার। তিন ইউনিটের ৪৬টি, দুই ইউনিটের ১১৫টি এবং এক ইউনিটের ১৫৫টিসহ মোট ৩১৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবারের গ্রন্থমেলায়। এদিকে মেলার প্রস্তুতি হিসেবে রাজধানীর ফকিরাপুল, আরামবাগ, সূত্রাপুর, বাংলাবাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেট, পাটুয়াটুলী, কাঁটাবনসহ বিভিন্ন এলাকার প্রেস, পেস্টিং, কম্পোজ ও বাইন্ডিংখানাতেও চলছে বিরামহীন কার্যক্রম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর