বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের সংবিধান দীর্ঘ আন্দোলনের ফসল : ড. কামাল

গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান দীর্ঘদিনের আন্দোলনের ফসল। শহীদদের রক্তের বিনিময়ে অর্জন করা হয়েছে এ সংবিধান। এটি কেউ ইচ্ছামতো কাটাছেঁড়া করতে পারেন না।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলার পাঠশালা আয়োজিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। ঢাবির ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন কমিশনের সদস্য শাহ আলম, ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ইতিহাস বিভাগের অধ্যাপক জাহিদ ইকবাল প্রমুখ।

ড. কামাল বলেন, জনগণ ক্ষমতার মালিক। সুশাসনের জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করে। সংবিধান পরিবর্তনের জন্য জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর