শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাজারে অবরোধের প্রভাব

টানা হরতাল ও অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। দাম বাড়ার কারণে নিত্যপণ্য মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গতকাল সরেজমিন রাজধানীর কারওয়ান ও মিরপুর বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি শাক-সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে বিভিন্ন ধরনের মাছ-মাংসের দাম। তিন দিনের ব্যবধানে গতকাল বাজারে নিত্যপণ্যের সরবরাহ ছিল কম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে আমদানি কম থাকায় পণ্যের দাম কিছুটা বেড়েছে। দেখা গেছে, প্রতি কেজি শিম ২০, গাজর ২৫, আলু ২২, করল্লা ৬০, লাল শাক ২০, পটল ৪০, বেগুন ৪০, ওলকপি ৩০, প্রতিটি কুমড়া আকার ভেদে ৫০ থেকে ৭০, বাঁধাকপি ১০ থেকে ১৫, ব্রয়লার মুরগি ২১০, হাঁস ৩১০, রুই ২৬০, নাজিরশাইল ৪৬, মিনিকেট ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর