বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

তিন প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ছাত্রদলের তালা

বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষকদের কক্ষের তালায় 'সুপার গ্লু' দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল সকালে নতুন কলা ভবনের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষের তালা খুলতে গেলে বিষয়টি নজরে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রায় ৩২টি তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হয়। এদিকে সকালে ক্লাস করতে এসে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। নিজেদের কক্ষে ঢুকতে না পেরে দাঁড়িয়ে থাকেন শিক্ষকরাও। জানা যায়, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ চার দফা দাবিতে সোমবার থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেয় জাবি শাখা ছাত্রদল। নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মদন মোহন কলেজ ছাত্রদল ধর্মঘট পালন করেছে। গতকাল ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে কলেজ কর্তৃপক্ষ তালা খুলে ফেলেন। নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান,শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ধর্মঘটের সমর্থনে গতকাল সন্ধ্যায় বিএম কলেজ অধ্যক্ষের কার্যালয় এবং বাণিজ্য ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। এরআগে সকাল ৯ টায় হরতাল ও অবরোধের সমর্থনে কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর