শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

লেখক–ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা

লেখক–ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আহত দম্পতির মধ্যে লেখক ও ব্লগার অভিজিত রায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত অভিজিতের স্ত্রী রাফিদা আহম্মেদের (৩৪) অবস্থাও আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অভিজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে। অভিজিত ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের ছেলে।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিত ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)।   

ড. অভিজিৎ রায়ের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে অবিশ্বাসের দর্শন, ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ভালবাসা কারে কয়’, স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।

বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি,২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর