শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মাস পেরিয়ে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

মাস পেরিয়ে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

দাবি আদায়ে ফুটপাতে বসেই ৩১তম দিন পার করলেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

'একাত্তরের বাঘা ভাই, আমরা তোমায় ভুলি নাই', 'আলোচনায় বসতে হবে, অবরোধ প্রত্যাহার করতে হবে', 'আমাদের দাবি একটাই, সোনার বাংলায় শান্তি চাই', কর্মীদের এমন স্লোগান আর গণসংগীতের মধ্য দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কাদের সিদ্দিকী।

মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৮ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী।

প্রতিদিনই শত শত মানুষ তার সঙ্গে সংহতি প্রকাশ করতে আসছেন। কর্মসূচির ৩১তম দিনে শুক্রবার কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, আলী হোসেন মণ্ডল, আতিকুর রহমান সাদেক, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, সাইফুল ইসলাম শিমুল, সবুজসহ শতাধিক নেতাকর্মী বঙ্গবীরের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর