শিরোনাম
মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

একুশে বইমেলায় ২২ কোটি টাকার বিক্রি

দেনা-পাওনা, চাওয়া-পাওয়া, সফলতা-ব্যর্থতার হিসাব-নিকাশের খেরোখাতায় একটি বছরকে পেছনে ফেলে গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে একুশের চেতনায় ঋদ্ধ গ্রন্থমেলা ২০১৫। মেলায় এবার ২২ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং সাড়ে ৫০০ স্টলে মোট নতুন বই আসে ৩ হাজার ৭০০টি।
জানা যায়, মেলায় মোট ২১ কোটি ৯৫ লাখ টাকার বই  বিক্রি হয়েছে । প্রতিবারের মতো বিক্রির দিকে এবারও শীর্ষস্থানে ছিল বাংলা একাডেমির অভিধান। এছাড়া মেলায় সর্বোচ্চ বিক্রীত বইয়ের লেখক ছিলেন মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া তসলিমা নাসরিন, প্রয়াত হুমায়ূন আহমেদ ও হুমায়ুন আজাদের বইও বিক্রি হয়েছিল আশাব্যঞ্জক। গতবছর মেলায় বিক্রি হয়েছিল সাড়ে ১৬ কোটি টাকার বই।

 

সর্বশেষ খবর