বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ই-টিআইএন নিতে ব্যবসায়ীদের এনবিআর চেয়ারম্যানের চিঠি

দেশের বাণিজ্য সংগঠনগুলোর সদস্যদের বাধ্যতামূলকভাবে ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) নিতে চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতাদের কাছে একটি আধা-সরকারি পত্র পাঠিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ওই পত্রে তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি সংগঠনের সব সদস্যের ই-টিআইএন থাকা ও যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল করা অপরিহার্য। অথচ তাদের অনেকে আয়কর রিটার্ন দাখিল করছেন না। গতকাল এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উন্নয়নের জন্য সবাইকে অধিকতর সচেতন হওয়া দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। বর্তমানে দেশে প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে ১৬ লাখের কমসংখ্যক মানুষ ই-টিআইএনধারী। এ হার সন্তোষজনকভাবে আরও বাড়ানো প্রয়োজন।

সর্বশেষ খবর