বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

চীনে বোয়া ফোরামের সম্মেলন ২৫-২৯ মার্চ

বোয়া ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২৫-২৯ মার্চ চীনের হাইনাইন প্রদেশের বোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশের নারী বক্তা নির্বাচিত হয়েছেন সৈয়দা ইফফাত জাহান হোসেন। এর আগে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ২০০৭ সালে ওই সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে চীনের প্রেসিডেন্টসহ জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। এ ছাড়া এশিয়ার কয়েকটি দেশের প্রধান বিচারপতি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেবেন। এশিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, মানবাধিকার বিষয়ে আলোচনা হবে সম্মেলনে। জানা গেছে, ইফফাত জাহান যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী।  

 

সর্বশেষ খবর