বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে

ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশ এক জ্বলন্ত অগি্নগর্ভে নিপতিত। সাধারণ নাগরিক চরম উদ্বিগ্ন। এ অবস্থা কারও জন্যই কল্যাণকর নয়। সঙ্কট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে। জাতিকে সঙ্কট থেকে উত্তরণে কেউ যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে দেশ আরও ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত হবে।

গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মজিলসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

ফয়জুল করীম বলেন, দেশের প্রধান দু'টি জোটের রাজনৈতিক বিবাদে দেশে যে অচলাবস্থা বিরাজ করছে তা প্রত্যেক বিবেকবান নাগরিককে ভাবিয়ে তুলছে। দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়।

সর্বশেষ খবর